নির্বাচনে বন্ধ থাকছে বিকাশ – রকেট

নির্বাচন উপলক্ষে বন্ধ রাখা হচ্ছে মোবাইল ব্যাংকিং সুবিধা, যেমন বিকাশ, রকেট, ইউক্যাশ! সাপ্তাহিক বন্ধ, নির্বাচন এবং ব্যাংক হলিডে মিলে এই কয়েকদিন ব্যাংক বন্ধ থাকছে। এই অবস্থায় লেনদেনের সহজ মাধ্যম মোবাইল ব্যাংকিংও বন্ধ ঘোষণা করা হলো।

নির্বাচন কমিশনের নির্দেশ মতে কাল শুক্রবার বিকেল ৫ টা থেকে রোববার বিকেল ৫ টা পর্যন্ত বন্ধ থাকছে মোবাইল ব্যাংকিং সুবিধা। জানা গিয়েছে ভোটের আগে অবৈধ লেনদেন ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শুক্রবার বিকেল ৫ টা থেকে শনিবার বিকেল ৫ টা পর্যন্ত সম্পূর্ন বন্ধ থাকলেও গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে শনিবার বিকেল ৫টা থেকে রবিবার বিকেল ৫টা পর্যন্ত গোটা এক দিন সর্বোচ্চ পাঁচ হাজার টাকা লেনদেনের সুযোগ থাকবে ব্যক্তিগত একাউন্ট থেকে। উল্লেখ্য যে বর্তমানে দেশের মানুষ বিকাশ রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এর উপর অনেকাংশে নির্ভর করে থাকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে।
আগামী সোমবারের আগে ব্যাংক সুবিধা পাওয়া যাচ্ছেনা এবং রোববার বিকেলের আগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের সুবিধাও পাওয়া যাচ্ছেনা। তাই ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখতে এবং অনলাইন পরিশোধ ব্যবস্থা চালু রাখতে।