নরসিংদীর ৫টি আসনে পুরনোদের ওপরই আস্থা রাখলো আওয়ামী লীগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি সংসদীয় আসনে পুরনোদের ওপরই আস্থা রেখেছে আওয়ামী লীগ।  আজ রবিবার সকালে ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলের নিজ নিজ মনোনয়নপত্রটি গ্রহণ করেন প্রার্থীরা।



এদিকে দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর নরসিংদীতে পৌঁছালে দলের নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।
মনোনয়ন প্রাপ্তরা হলেন, নরসিংদী- ০১ (সদর) আসনে  জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হীরু, নরসিংদী-০২ (পলাশ ও সদরের একাংশ) আসনে  সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ, নরসিংদী-০৩ ( শিবপুর) আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  জহিরুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনে বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও নরসিংদী-০৫ ( রায়পুরা) আসনে সাবেক ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য রাজিউদ্দিন আহম্মেদ রাজু।