নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার ভারিচা এলাকায় আগুন জ্বালিয়ে অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ চলে।
এসময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান করে স্লোগান দেয় কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক ও নেতাকর্মীরা।
আসন্ন নির্বাচনে এ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দেয়া মনোনয়ন পরিবর্তন করে এ এইচ আসলাম সানীকে মনোনয়ন দেয়ার দাবী জানানো হয় অবরোধে।
দুই ঘন্টা সড়ক অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। খবর পেয়ে দুপুর ১২টায় বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা, সহকারী পুলিশ সুপার রায়পুরা-বেলাব সার্কেল বেলাল হোসেন ও বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, বর্তমান সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দলীয় মনোনয়ন না দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে একাট্টা হয়ে গণসংযোগ ও দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন দলটির ৫ জন মনোনয়ন প্রত্যাশী।
Source: Somoy news