নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও এমপি অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
আজ বুধবার দুপুর ১ টায় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিক হাসানের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট খায়রুল মজিদ মাহমুদ চন্দন, নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, উপজেলা যুবলীগের সভাপতি এম এস ইকবাল আহমেদ।
এ ছাড়া দুপুর আড়াইটায় বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি অ্যাড. সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং বিকাল ৪ টায় মনোনয়নপত্র জমা দেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সানাউল হক নীরু।
এ ছাড়া বিএনপি মনোনীত আরেক প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল মনোনয়নপত্র জমা দেন নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা ফারহানা কাউনাইন এর নিকট। এর আগে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাজী সাজ্জাদ জহির চন্দন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা মুজিবর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।