প্রতিপক্ষের ‘রাজনৈতিক নোংড়ামি’র ব্যাপারে সতর্ক করলেন নরসিংদী-৪ আসনের সাংসদ হুমায়ূন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের অতীত শাসনামলের ‘সন্ত্রাসী তান্ডব, বাড়িঘর লুট ও সাম্প্রদায়িক নির্যাতনের’ কথা স্মরণ করিয়ে দিলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমূদ হুমায়ূন।

স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সাংবাদিকরা জনগণের অতন্দ্র প্রহরী। তাই বকুলের মতো নোংড়া নেতারা নির্বাচন নিয়ে যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। পাশাপাশি নির্বাচনের পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকেও সাংবাদিকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। মতবিনিময় সভায় অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমূদ হুমায়ূন আরো বলেন, ‘আমি সংসদ সদস্য থাকাকালে আমার নির্বাচনী এলাকায় সড়ক, অবকাঠামো, শিক্ষা, বিদ্যুৎসহ নানা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা নষ্ট হলে দেশ ক্ষতিগ্রস্থ হবে। তাই আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকারের বিকল্প নাই।’ নির্বাচিত হলে নরসিংদীকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, নরসিংদীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অর্থনৈতিক অঞ্চল করার আশ্বাস দেন।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

The post প্রতিপক্ষের ‘রাজনৈতিক নোংড়ামি’র ব্যাপারে সতর্ক করলেন নরসিংদী-৪ আসনের সাংসদ হুমায়ূন appeared first on Narsingdi Times.



from Search Results for “মনোহরদী ” – Narsingdi Times https://ift.tt/2LaEe9O
via IFTTT